ইকরা ইসলামিক একাডেমি
নিয়মাবলি ও অভিভাবকদের বাধ্যতামূলক শর্তাবলি
Effective Date: 01-January-2026
উদ্দেশ্য: একটি ইসলামী চারিত্রিক পরিবেশ, শৃঙ্খলা ও নির্দিষ্ট শিক্ষাগত মান বজায় রাখা। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক/প্রাথমিক যত্নদাতা নিম্নোক্ত নিয়মাবলি মনোযোগপূর্বক পড়ে মেনে চলবে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গ বা অনুপযুক্ত আচরণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার একচেটিয়া অধিকার সংরক্ষণ করে রাখে।
- ১। উপস্থিতি (Attendance):
সন্তানকে প্রতিদিন যথাসময় স্কুলে পাঠানো হবে — এটি অভিভাবকের বাধ্যতামূলক দায়িত্ব।
ছুটি নিতে হলে আগাগোড়া লিখিতভাবে স্কুলকে জানাতে হবে; জরুরি ক্ষেত্রে ফোন/মেসেজে অস্থায়ীভাবে জানিয়ে পরে লিখিত নোট জমা দিতে হবে, একটানা ৩ দিন বা তার বেশি অনুপস্থিতির ক্ষেত্রে অবশ্যই লিখিত কারণ ও প্রয়োজনে চিকিৎসক সনদ জমা দিতে হবে। উপস্থিতির হার ৮৫% এর নিচে নেমে এলে বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করতে পারে। বিনা অনুমতিতে ক্লাস চলাকালীন স্কুল ত্যাগ করা কঠোরভাবে নিষিদ্ধ। বারবার অনুপস্থিত বা নিয়মভঙ্গ করলে স্কুল ছাত্রকে সাময়িক সাসপেনশন বা ভবিষ্যতে ভর্তি বাতিলের ব্যবস্থা নিতে পারে। (এই সিদ্ধান্ত ও কার্যকাল স্কুল কর্তৃপক্ষ নির্ধারণ করবে)
- ২। পড়াশোনা, হোমওয়ার্ক ও পাঠ্যদায়িত্ব:
স্কুল থেকে প্রদত্ত সকল হোমওয়ার্ক, ছাত্র/ছাত্রী নিজেই সম্পূর্ণ করবে — অভিভাবক নিজের হাতে লিখে দেবেন না।
অভিভাবকের দায়িত্ব হলো প্রতিদিন/নিয়মিতভাবে হোমওয়ার্ক সম্পন্ন হচ্ছে কিনা তদারকি করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
খাতা, বই, ব্যাগ ও স্কুল সরঞ্জাম প্রতিদিন পরীক্ষা করে দেখার দায়িত্ব অভিভাবকের।
ধারাবাহিকভাবে হোমওয়ার্ক না করলে স্কুল নোটিশ, অভিভাবককে ডাকা বা বিধিসম্মত শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।
ধারাবাহিকভাবে হোমওয়ার্ক/ক্লাসওয়ার্ক না করা ছাত্র/ছাত্রীকে অস্থায়ী (Temporary) বা স্থায়ী (Permanent) সাসপেনশন করতে পারে।
- ৩। পোশাক, পরিচ্ছন্নতা ও ইসলামী আচরণ:
ছাত্র/ছাত্রীকে প্রতিদিন সম্পূর্ণ ও সঠিক ইউনিফর্ম পরিধান নিশ্চিত করতে হবে। মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক।
ইসলামি আদব, শিষ্টাচার ও পবিত্র মূল্যবোধ পালন নিশ্চিত করা আবশ্যক। অশ্লীল ভাষা, অশ্লীল আচরণ বা অনৈতিক বিষয়ে উদ্বুদ্ধ করা যাবেনা।
- ৪। শিক্ষক, স্টাফ ও বিদ্যালয় নীতি মানা:
শিক্ষক ও স্কুল স্টাফের প্রতি সর্বদা ভদ্র ও সম্মানজনক আচরণ বজায় রাখুন।
কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে প্রধান/অফিসে জমা দিতে হবে; অশোভন কণ্ঠ, গালাগালি বা হুমকি-ধমকি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের রুটিন, পলিসি ও সিদ্ধান্তই চূড়ান্ত; অভিভাবকের পক্ষ থেকে নিয়মের প্রতি বাধ্যকতা প্রযোজ্য।
- ৫। অভিভাবক সভা (Guardian Meeting) ও আগাম অবহিতকরণ:
পিতামাতৃ–শিক্ষক সভা (PTM) বা জরুরি মিটিং-এ অভিভাবক/প্রাথমিক যত্নদাতা উপস্থিত থাকা বাধ্যতামূলক।
সভায় উপস্থিত থাকতে না পারলে কমপক্ষে ২৪ ঘণ্টা পূর্বে লিখিতভাবে (SMS/ইমেইল/নোট) স্কুলকে জানাতে হবে; জরুরি অবস্থায় দ্রুত ফোন করে জানাতে হবে এবং পরে লিখিত নোট জমা দিতে হবে, বারবার অনুপস্থিতি হলে স্কুল লিখিত নোটিশ দেবে; অনবরত অবহেলার কারণে সন্তানের শিক্ষাগত সুবিধা সীমিত বা সাময়িক সাসপেনশন হতে পারে।
সভায় উপস্থিত হয়ে কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ করলে (অপমান, হুমকি, উসকানি) বিদ্যালয় কড়া ব্যবস্থা গ্রহণ করবে, প্রয়োজনবশত সন্তানের ভর্তি বাতিল পর্যন্ত যেতে পারে।
- ৬। আর্থিক দায়বদ্ধতা ও অন্যান্য শর্ত:
নির্ধারিত ফি সময়মতো দিতে হবে; দীর্ঘ সময় পারিশ্রমিক না দিলে স্কুল শিখনসুবিধা সীমিত করতে পারে।
মাসিক ফিতে ৫০ টাকা ছাড় পেতে চলতি মাসের ফি সেই মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে জমা করতে হবে। যেমন: জানুয়ারি মাসের ফি যদি জানুয়ারির ১০ তারিখের মধ্যে জমা দেওয়া হয়, তবে ৫০ টাকা ছাড় পাওয়া যাবে।